গণতান্ত্রিক বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:২৯ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
গণতান্ত্রিক বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় আজ নানাভাবে ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ।
 

শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভার শুরুতে তিনি এ মন্তব্য করেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

অধ্যাপক রীয়াজ বলেন, “এ দেশের ইতিহাসে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তা ব্যক্তিতান্ত্রিক শাসনে পরিণত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, তা নানা কৌশলে খর্ব করা হয়েছে।”
 

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন আন্দোলনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনারা জীবনবাজি রেখে যে সংগ্রাম করেছেন, তা এক উজ্জ্বল অধ্যায়। আপনাদের অকুতোভয় লড়াই ও সহযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করে রাষ্ট্র সংস্কারের নতুন দ্বার উন্মোচন করেছেন।”
 

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। আমাদের দায়িত্ব হলো—গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের সংস্কৃতি প্রতিহত করা।”
 

সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলে আরও ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও নাহিদা সারোয়ার নিভা।
 

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশন—সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত কমিশনগুলো তাদের সুপারিশসমূহ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায়। এই সুপারিশগুলোর ওপর মতামত দিতে ৩৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়। এ পর্যন্ত ৩৫টি দলের মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ জাতীয় নাগরিক পার্টি কমিশনের কাছে তাদের লিখিত মতামত জমা দেয়। সেই প্রেক্ষিতে আজকের এই দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।