নেপালে ফের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন কেপি শর্মা অলি

প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ০৮:১৫ অপরাহ্ণ ৫৭১ বার পঠিত
নেপালে ফের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন কেপি শর্মা অলি

কে পি শর্মা অলি তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। রোববার দেশটির গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। সোমবার নতুন মন্ত্রিসভার সঙ্গে অলিও শপথ নেবেন।

দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও কঠিন চ্যালেঞ্জের মুখে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন।

৭২ বছর বয়সী অলি পুষ্প কমল দাহালের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আস্থার ভোট হারিয়ে ক্ষমতাচ্যুত হন। ফলে দেশটির সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নেপালি কংগ্রেসের ৮৮ জন, ইউএমএল-এর ৭৮ জনসহ ১৬৬ জন আইন প্রণেতার সমর্থনের পর প্রেসিডেন্ট পাউডেল অলিকে সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুসারে নিয়োগ দেন।

কে পি শর্মা অলি এর আগে ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৩ জুলাই পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।