মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ ২৩ নভেম্বর, রবিবার, ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা বাইপাস এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লঙ্ঘনের দায়ে মোট ৪টি যানবাহনকে ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন এবং নাজিয়া নূর লিয়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া। অভিযান পরিচালনায় ময়মনসিংহ জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে শব্দদূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।