ঢাকা প্রেস
সোনাডাঙ্গা (খুলনা) প্রতিনিধি:-
পুলিশের এক অভিযানে ১২ কিলোমিটার ধাওয়ার পর দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকযোগে ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে, এমন তথ্য পেয়ে তারা অভিযান চালায়। পুলিশকে দেখে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যেতে চায়। তাদের পিছু নিয়ে প্রায় ১২ কিলোমিটার ধাওয়ার পর রূপসা কুদিরবটতলা এলাকায় ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়া একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে ট্রাকটি খুঁজে পেয়ে এর অন্য একজন আরোহীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত উল্লাহর ছেলে রিয়াদ আলী (৩০) এবং মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত এ্যাকেন আলীর ছেলে শেখ সুমন ওরফে মিজান (৩৫)। তাদের কাছ থেকে চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।