সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ   |   ৪২১ বার পঠিত
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত থেকে চারটি পিকআপ ভর্তি ভারতীয় চিনি, বিড়ি ও জিরা জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২০ জানুয়ারি) ভোরে ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়।
 

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ হাজার টাকা।
 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটককৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।