জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির মরদেহ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ   |   ০ বার পঠিত
জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির মরদেহ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে। তার জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক।
 

শনিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছালে সেখানে শোকের আবহ তৈরি হয়।
 

মরদেহ বহনের সময় পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে মানুষ জড়ো হতে থাকে। দুপুর ১টার আগেই সড়ক ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
 

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর ওসমান হাদির মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়েছে।
 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
 

পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।