শিক্ষায় সাফল্য, জীবনে বঞ্চিত: গুলিতে নিহত নাফিসা

প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৪:০৮ অপরাহ্ণ ৪৭৬ বার পঠিত
শিক্ষায় সাফল্য, জীবনে বঞ্চিত: গুলিতে নিহত নাফিসা

ঢাকা প্রেস নিউজ
 

দেশের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনটি নাফিসা হোসেন মারওয়ার পরিবারের জন্য আনন্দ আর শোকের মিশেলে ভরা। দেশের হাজার হাজার শিক্ষার্থীর মতো নাফিসাও ৪.২৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আন্দোলনে নিহত হওয়ায় সে আর তার সাফল্যের আনন্দ উপভোগ করতে পারবে না।
 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ১৭ বছর বয়সী নাফিসা গত ৫ আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হয়। আন্দোলনের সম্মুখসারিতে থেকে নিজের জীবন দিয়েছিল সে।
 

নাফিসার বাবা আবুল হোসেন জানান, মেয়ের লেখাপড়ার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। কিন্তু রাজনীতির আগুনে পুড়ে মেয়েকে হারিয়েছেন। নাফিসা তার বাবার কথা না শুনে আন্দোলনে যোগ দিয়েছিল। শেষবারের মতো ফোনে বাবাকে বলেছিল, "আব্বু, আমি মরে যামু। লাশটা নিও।"
 

নাফিসার মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন মহল শোকাহত। একজন মেধাবী ছাত্রী হারিয়ে দেশ হারিয়েছে তার একটি ভবিষ্যৎ।