আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক: বাংলাদেশ খেলাফত মজলিস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ   |   ২৮৫ বার পঠিত
আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক: বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা প্রেস নিউজ

 

আজ ১৮ মার্চ, ১৭ রমজান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন,ভারতের নাগপুরে সম্রাট আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। উগ্র হিন্দুত্ববাদী বিজিপি সরকারের অব্যাহত ষড়যন্ত্রের ধারাবাহিতায় এই ঐতিহ্যবাহী স্থানটির অবমাননা এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুতর আঘাত হেনেছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সরকারি ভাবে এই ঘটনার নিন্দা এবং একই সাথে ভারতের সরকারকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের বিচারের আওতায় আনতে বলুন। 

 

ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর মর্যাদা রক্ষা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব- যোগ করেন নেতৃদ্বয়।
 

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, সম্প্রতি ভারতে মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিভিন্ন ধরণের নির্যাতনের ঘটনা ঘটছে, যা মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ। 
 

বিশেষত, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা, সামাজিক ও অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার প্রচেষ্টা, এবং শারীরিক আক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিছু নির্দিষ্ট অঞ্চলে মুসলমানদের ওপর হামলা, ধর্মীয় স্থাপনার অবমাননা এবং নাগরিক অধিকার হরণের মত ঘটনাগুলি ক্রমেই বেড়ে চলেছে।
আমরা এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

 

নেতৃবৃন্দ বলেন, ভারত এই অঞ্চলে ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ। কাশ্মীর, মনিপুরসহ বিভিন্ন প্রবিন্সে তারা অবহেলিত স্বাধীনতাকামীদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে গণহত্যাসহ খুন-ধর্ষন-লুটপাট চালিয়ে যাচ্ছে।
 

নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের রাষ্ট্রিয় সাম্প্রদায়িক ভূমিকার নিন্দা করা এবং জাতিসংঘের মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।