বজ্রপাতে ৩ জেলায় ১১ জনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৬:১৮ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
বজ্রপাতে ৩ জেলায় ১১ জনের মৃত্যু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশের তিনটি জেলায় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া, আরও বেশ কয়েকজন বজ্রপাতে আহত হয়েছেন।
 

কুমিল্লা
কুমিল্লায় বজ্রপাতে পৃথক দুটি ঘটনায় দুই কৃষক এবং দুই কিশোরের মৃত্যু হয়েছে। সকালে ও দুপুরের দিকে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং দুইজন স্কুলছাত্র রয়েছে।

 

সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে মাঠে বজ্রপাতে মারা যান দুই ব্যক্তি। তারা হলেন— দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) এবং কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার নিখিল দেবনাথ (৬০)।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় তারা মাঠে কাজ করছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম (মেম্বার) বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দুপুরের দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে বজ্রপাতে প্রাণ হারান দুই স্কুলছাত্র— ফাহাদ হোসেন (১৩) এবং সায়মন হোসেন। তারা বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন এবং হালকা মেঘলা আবহাওয়ায় মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। সোমবার সকালে কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ইন্দ্রজিত দাস (৩০) এবং স্বাধীন মিয়া (১৪)।

 

পুলিশ জানায়, ইন্দ্রজিত দাস হালালপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান, এবং স্বাধীন মিয়া খয়েরপুরের হাওরে ধান কাটার সময় মারা যান।
 

এছাড়া, মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের ফুলেছা বেগম বজ্রপাতে নিহত হন। তিনি ধানের কাজ করছিলেন, তখন বজ্রপাতে তার মৃত্যু হয়।
 

সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিমন তালুকদার (২২) শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে, নিরাপদ স্থানে যাওয়ার আগে বজ্রপাতে তার মৃত্যু ঘটে, এবং তার সঙ্গে নিয়ে যাওয়া একটি গরুও মারা যায়।
 

এভাবে, বজ্রপাতে দেশের তিনটি জেলায় ১১ জনের মৃত্যু হলো, এবং এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।