ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি), জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, ইসি স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা করছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দাবি তুলেছে। তারা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কিছু বলেনি। এ কারণেই আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করছি। মার্চের ২ তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর তালিকার হালনাগাদ ও সংশোধনের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, এখনো নির্বাচনের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ চলছে। তবে নির্বাচন কমিশন সংস্কার সম্পর্কিত রিপোর্ট হাতে পাওয়ার পরই নির্বাচনের সম্ভাব্য সময় জানা যাবে।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কর্মকর্তারা।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক মেজর মো. মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।