রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ   |   ৩৩৯ বার পঠিত
রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-


 

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড তাজা গুলিসহ আরিয়ান হাফিজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

 

 

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে সেনা ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


আরিয়ান হাফিজ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরের দয়ালনগর গ্রামের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমানের ছেলে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্প জানতে পারে, সূর্যনগর এলাকায় আরিয়ান হাফিজ নামের এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার ভাই আনিছুর রহমান হৃদয়ের শয়নকক্ষে অস্ত্র লুকানো আছে। সেখান থেকে একটি বিদেশি পিস্তল (চাইনিজ), একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক যুবককে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।