রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালায় ডিবির রমনা বিভাগের একটি দল। এ সময় ইয়াছিনকে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ডিসি ইলিয়াস কবির আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।