সুরুজ আলী,নাটোর প্রতিনিধিঃ-
লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে অবৈধভাবে বালি উত্তোলনের একটি কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলন করা হচ্ছিল, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।
আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫) সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় চর এলাকায় ব্যাপকভাবে বালি খালাসের প্রক্রিয়া নজরে আসে। সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করে পেট্রোল টিম। তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ড্রেজার মালিকরা দ্রুত ড্রেজার সরিয়ে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী বালি উত্তোলনে ব্যবহৃত সব সাকশন পাইপগুলো সরিয়ে ফেলে এবং স্থানটি পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করে।
সেনাবাহিনীর এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “নদী থেকে অবৈধভাবে বালি তোলায় আমাদের কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। এখন অন্তত কিছুটা স্বস্তি পেলাম।”
উল্লেখ্য, দেশের নদ-নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলে নজরদারি করছে। এই ধরনের তৎপরতা নদী এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকাবাসী মনে করছেন।