মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ১০এপ্রিল বৃহস্পতিবার শুরু হচ্ছে। পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বমোট ১ লক্ষ ৬ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯১ হাজার ৮৩৫ জন এবং অনিয়মিত ১ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ বিভাগের সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ জেলার ৬৫টি কেন্দ্রে ৪৬ হাজার ৫৮০ জন; জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৬৫৮ জন; নেত্রকোনা জেলার ২৬টি কেন্দ্রে ১৯ হাজার ৬২২ জন এবং শেরপুর জেলার ১৩টি কেন্দ্রে মোট অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থী ১৪ হাজার ১১২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৪৪ হাজার ৪৫৩ জন; মানবিক বিভাগের পরীক্ষার্থী ৫৭ হাজার ৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৫ হাজার ৪৪৪ জন।
এবার ময়মনসিংহ বিভাগের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক পাওয়া সূত্রমতে এসব তথ্য জানা যায়।