কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৮২ কেজি গাঁজা জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ আগu ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৮২ কেজি গাঁজা জব্দ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় মাদক চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
 

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, ‘অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা। চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
 

বিজিবি জানায়, ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাশিপুর বিওপির আওতাধীন ধর্মপুর বেপারীটারি এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।’
 

১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’