ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-
রোববার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ভোর রাত সাড়ে ৪টার দিক থেকেই নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে এবং সকাল ৬টার পর তা আরো ঘন হয়ে ওঠে। ফলে, ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে মাঝনদীতে কয়েকটি ফেরি আটকা পড়ে।
তবে, সকাল ৮টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়ে ওঠে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ জানান, কুয়াশা অল্প সময়ের জন্য থাকায় তারা সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করতে পেরেছে।