বিসিবি টিভি নিয়ে যা বললেন পাপন

প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ ২২৪ বার পঠিত
বিসিবি টিভি নিয়ে যা বললেন পাপন

গত বছর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজস্ব টিভি চ্যানেল চালুর ঘোষণা দিয়েছিলেন। এবার সেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রোববার (৩১ মার্চ) বিসিবির বার্ষিক বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় নিজস্ব টিভি চালুর বিষয়ে।

বোর্ড সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী পাপন। তিনি জানান, বিসিবি টিভিতে ঘরোয়া ক্রিকেটও সম্প্রচার করা হবে। বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুইটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা দেখাব নিজেদের টিভিতে।’

টিভিতে ঘরোয়া ক্রিকেট দেখানো হলে সেটির মান আরও বাড়বে বলে মন্তব্য করেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা টিভিতে দেখানো হচ্ছে না। আমরা চেষ্টা করব, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলোও দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটি সম্ভব হলে ঘরোয়া ক্রিকেটের মান আরও বাড়বে এবং আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হলে সেটিও ধরা পড়বে।’

বিসিবির এই টিভি স্যাটেলাইট হবে নাকি আইপি টিভি সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে টিভিসহ আর্থিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিসিবির গঠনতন্ত্রে দুটি সংশোধনী আনা হয়েছে। পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেও জানিয়েছেন নাজমুল হাসান পাপন।