নাহিদের পদত্যাগের পর সারজিসের বার্তা: রাজপথে স্বাগতম, সহযোদ্ধা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৫ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
নাহিদের পদত্যাগের পর সারজিসের বার্তা: রাজপথে স্বাগতম, সহযোদ্ধা

অনলাইন ডেস্ক


 

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা ব্যাপক সাড়া ফেলেছে।
 

মঙ্গলবার দুপুরে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নাহিদ ইসলামকে ট্যাগ করে লেখেন, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম, সহযোদ্ধা।”

 


 

মাত্র ৫০ মিনিটের মধ্যে এই স্ট্যাটাসে প্রায় ৮৩ হাজার রিঅ্যাক্ট এবং সাড়ে ৫ হাজারের বেশি কমেন্ট জমা পড়ে। অধিকাংশ মন্তব্যে নাহিদ ইসলামকে রাজপথে ফিরে আসার জন্য অভিনন্দন জানানো হয়েছে।
 

নতুন রাজনৈতিক দল গঠনের পথে নাহিদ.....
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। এতে আহ্বায়ক হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনে মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিতি লাভ করেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর তিন দিনের মাথায়, ৮ আগস্ট, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তী সময়ে, আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হিসেবে যুক্ত হন।
 

ঢাকার বনশ্রীর বাসিন্দা নাহিদ ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী।