বন্ধ থাকা মেট্রোরেলের দুই স্টেশন চালুর বিষয়ে যা জানা গেল
প্রকাশকালঃ
১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮ অপরাহ্ণ
৫৩১ বার পঠিত
ঢাকা প্রেস-
গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় মেট্রোরেল। তখন মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে চালু করতে অন্তত ১ বছর সময় লাগবে এবং মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে স্টেশন দুটি।
মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও কাজীপাড়া স্টেশন চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ফাইনাল ট্রায়াল করার পরই জানা যাবে কবে থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চলবে।
এ সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে কবে চলবে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন- এমনটা জানিয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খুলবে, কারণ এখানে ক্ষতি কম হয়েছে। মিরপুর-১০ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, তাই মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও, কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে।