মিল্টন সমাদ্দারের আশ্রমের তত্ত্বাবধান শামসুল হক ফাউন্ডেশনের হাতে:হারুন

প্রকাশকালঃ ০৬ মে ২০২৪ ০২:৩৮ অপরাহ্ণ ৭০৫ বার পঠিত
মিল্টন সমাদ্দারের আশ্রমের তত্ত্বাবধান শামসুল হক ফাউন্ডেশনের হাতে:হারুন

মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে শামসুল হক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে। এই ফাউন্ডেশন এখন থেকে মিল্টনের আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব পালন করবে।

ঢাকা প্রেসঃ
মিল্টন সমাদ্দারের 'চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার' আশ্রমের অধীনে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের এখন থেকে শামসুল হক ফাউন্ডেশন দেখাশোনা করবে।
ডিবি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রতারণা ও মানব পাচারের অভিযোগে তদন্ত করছে।
তাকে দ্বিতীয়বারের মতো ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, শামসুল হক ফাউন্ডেশন মিল্টনের আশ্রমের ভুক্তভোগীদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব নেবে।

ফাউন্ডেশনের কর্ণধার রোববার ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেছেন।

হারুন আরও জানান, মিল্টনের আশ্রমে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন এবং তাদের চিকিৎসার খরচ শামসুল হক ফাউন্ডেশন বহন করবে।

এদিকে, মিল্টন সমাদ্দারকে মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে প্রতারণা ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে 'সাইকোপ্যাথ' বলে মনে করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ভয়াবহ অপকর্মের অভিযোগ উঠেছে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে মিল্টন জালিয়াতির কথা স্বীকার করেছেন তবে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
ডিবি মনে করছে যে আগামী শনিবার রিমান্ডের শেষ দিনে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে।