ভারতের ঝিলাম নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বাড়িয়ে দেওয়ার ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ভারতের ছেড়ে দেওয়া অতিরিক্ত পানির কারণে ঝিলাম নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রশাসনের মুখপাত্র বলেন, "ভারত ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেওয়ায় সেখানে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে।" এ অবস্থায় নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। এতে নদী সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, ভারত পাকিস্তানকে পূর্বে কোনো ধরনের অবহিত না করেই নদীর পানি ছেড়েছে। ঝিলাম নদীর এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ এলাকা থেকে পাকিস্তানের চাকোঠি সীমান্ত দিয়ে প্রবেশ করছে।
উল্লেখ্য, ঝিলাম হলো সিন্ধু নদ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপনদী। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে পানি ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছেছে। জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানকে দোষারোপ করে ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।
ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, পাকিস্তানে যেন ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও না যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধের প্রস্তুতি চলছে। ড্রেজিং কাজ সম্পন্ন করে নদীর স্রোত অন্যদিকে সরিয়ে দেওয়া হবে।"
এমন পরিস্থিতিতে পাকিস্তান থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "সিন্ধু আমাদের ছিল, আছে এবং থাকবে— হয় এই নদী দিয়ে আমাদের পানির স্রোত বইবে, নইলে বইবে ভারতের রক্ত।"
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ পানি বিতর্ক ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
সূত্র: আলজাজিরা, দুনিয়া নিউজ