কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস: যেসব এলাকায় সতর্কতা প্রয়োজন
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২২ মার্চ ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ
|
১৩৭ বার পঠিত
ঢাকা প্রেস নিউজ
শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতও হতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পূর্বাভাস জানিয়েছেন।
ঝড়ের গতিপথ......
বিশেষজ্ঞদের মতে, কালবৈশাখী ঝড় প্রথমে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর এটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাবে। পরে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়তে পারে।
এছাড়া, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।
সারাদিনের আবহাওয়া.....
শনিবার সারাদিন দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, যা আগের দিনের মতোই বজায় থাকবে। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
সতর্কবার্তা.....
ঝড়টি রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় বজ্রপাতের আশঙ্কা প্রবল। তাই এই সময় খোলা আকাশের নিচে চলাচল বা কৃষিকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, ফলে গরমের তীব্রতা বাড়বে।