বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার বার্তায় বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী বা ভিজিটরের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যাত্রী ও সংশ্লিষ্টদের এই বিষয়ে সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।