এনবিআর চেয়ারম্যানের কঠোর সতর্কবাণী: কর ফাঁকির বিরুদ্ধে জিরো টলারেন্স

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ   |   ৬৮৯ বার পঠিত
এনবিআর চেয়ারম্যানের কঠোর সতর্কবাণী: কর ফাঁকির বিরুদ্ধে জিরো টলারেন্স

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সোমবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান, যে কেউ কর ফাঁকি দিলে তাকে ছাড় দেয়া হবে না।
 

আগারগাঁওয়ে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "করদাতাদের সুবিধার্থে আমরা সব ধরনের লেনদেনকে ডিজিটাল করার চেষ্টা করছি। এতে কর ফাঁকি রোধ করা সহজ হবে।"
 

এনবিআরের তথ্যানুযায়ী, গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা চালু হয়েছে। মাত্র ১৩ দিনে ২০ হাজারেরও বেশি আয়করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।