সীতাকুণ্ড প্রতিনিধিঃ-
কর্ম শেষ করে ছুটির পর বাড়ি যাওয়ার পথে মহাসড়ক পার হয়ে বাড়ীতে যাচ্ছিলেন পলিটেকনিক্যাল সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর (ননটেক) দিদারুল আলম চৌধুরী সড়ক পার হচ্ছিলেন, এসময় একটি কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আতহ অবস্হায় তাকে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ আমাদের সময়কে জানায়, দিদার সাহেব রবিবার সদ্ধ্যায় সীতাকুণ্ড বাসষ্ট্যাণ্ড গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুত্বর আহত হলে তাকে দ্রূত হাসপাতালে নিয়ে।কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তাঁরৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে আজ স্কুলে কোন ক্লাশ হয়নি,কালো পতাকা অর্ধ নিমিত ছিল।
শিক্ষক দিদারুল আলমের বাড়ী রাউজান থানা। তিনি শহরে বাসা ভাড়া করে থাকতেন।