সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৪:১৩ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুস শুক্কুর (৪৫) মারা গেছেন।

দুুর্ঘটনা ঘটেছিল ১৪ জানুয়ারি, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকায়, যখন একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায়। এতে আব্দুস শুক্কুরসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আব্দুস শুক্কুর মারা যান।

মৃত্যু ব্যক্তির পরিচয়: সীতাকুণ্ড উপজেলার উত্তর মছজিদ্দা গ্রামের ছবির আহম্মেদ মেম্বার বাড়ির মোঃ আবুল সবুরের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পতিত প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।