মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই পর্ব। জেলার দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ২৩০ জন তরুণ ফুটবলার অংশগ্রহণ করে।
বাছাইপর্ব শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উদ্যোগে একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন।
প্রাথমিক বাছাই শেষে মোট ৩০ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নির্বাচিত খেলোয়াড়দের জন্য আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জাতীয় পর্যায়ের ডেভেলপমেন্ট ও বিচ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পাবেন।
দিনব্যাপী এ আয়োজনে ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। বাছাই ও প্রীতি ম্যাচ শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।