চলতি মাসেই বিশ্বব্যাংক ও এডিবি থেকে ১১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৪২ অপরাহ্ণ   |   ১২৫ বার পঠিত
চলতি মাসেই বিশ্বব্যাংক ও এডিবি থেকে ১১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে

ঢাকা প্রেস নিউজ

 

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যে (ডিসেম্বর) বিশ্বব্যাংক এবং এডিবি থেকে বাজেট সহায়তার ১১০০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার এবং এডিবি ৬০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট সহায়তা অনুমোদন করেছে। এই সহায়তা চলতি মাসেই পাওয়া যাবে।
 

এছাড়া, বাজেট সহায়তার পাশাপাশি, বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেছে।
 

এর আগে, ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে শক্তিশালীকরণ অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং শাসন কার্যক্রম বিষয়ে ৬০০ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
 

১৯ ডিসেম্বর, বিশ্বব্যাংক দ্বিতীয় বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের আওতায়, সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা অনুমোদন করে।