বাধ্যতামূলক অবসরে এসবি প্রধান ও ডিএমপি কমিশনার

প্রকাশকালঃ ১৩ আগu ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ ৪৬৭ বার পঠিত
বাধ্যতামূলক অবসরে এসবি প্রধান ও ডিএমপি কমিশনার

ঢাকা প্রেস নিউজ


পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
 

এর আগে, ৭ আগস্ট হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আর আজই মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

 

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় জনস্বার্থে কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়ার বিধান রয়েছে। এই ধারার আওতায়ই মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগের কথা সরকারি কোনো নথিতে উল্লেখ করা হয়নি।