গাজীপুরে দিনব্যাপী বিতর্কে চ্যাম্পিয়ন মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ণ   |   ৫৮ বার পঠিত
গাজীপুরে দিনব্যাপী বিতর্কে চ্যাম্পিয়ন মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ

গাজীপুর প্রতিনিধি:-


 

গাজীপুরে অনুষ্ঠিত দিনব্যাপী যুক্তিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ। চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন সুমাইয়া আক্তার সজনী, যাকে সেরা বক্তা হিসেবে নির্বাচিত করা হয়। দলের অন্যান্য সদস্যরা ছিলেন সাদিয়া নূর নীপা এবং জীম আক্তার। রানার্সআপ অবস্থানে ছিলেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তাদের সদস্যরা ছিলেন নাফিজুর রহমান, মোকসেদ উল আলম এবং তাবাসসুম আহমেদ
 

এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মিলনায়তনে। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা, যেখানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. মো. সাবের সাদেক

 


 

প্রধান অতিথি বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন, “ভালো বক্তা হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভালো মানুষও হতে হবে। যারা ছাত্রজীবনে বিতর্কে যুক্ত থাকে, তারা মাদক থেকে দূরে থাকতে পারে। এমন প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
 

উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আখতার জাহান শাম্মী, টঙ্গী সুহৃদ সমাবেশের আবু সালেহ মুসা খানসহ অন্যান্য অতিথি ও সুহৃদরা।
 

উৎসবে গাজীপুরের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো– ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এইচ এ কে একাডেমি, আমজাদ আলী সরকার পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল