ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইলিশ জব্দ

প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ ৩৪২ বার পঠিত
ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইলিশ জব্দ

ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির চমৎকার অভিযান:

শনিবার (২১ সেপ্টেম্বর), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করেছে। ভারতে পাচারের উদ্দেশ্যে এই মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
 

বিজিবির অধিনায়কের বক্তব্য:

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক দৃষ্টি রাখে। এই জব্দকৃত ইলিশ মাছটিই তার প্রমাণ। তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, এটিই প্রথমবারের মতো নয় যখন এই সীমান্ত দিয়ে ইলিশ পাচারের চেষ্টা করা হচ্ছে। গত ১১ সেপ্টেম্বরও একই এলাকা থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে, ইলিশ পাচারকারীরা কতটা সক্রিয়ভাবে কাজ করছে।
 

জব্দকৃত মাছের পরিণতি:

জব্দকৃত সমস্ত ইলিশ মাছ স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই ঘটনাটি ইলিশের চোরাচালান রোধে বিজিবির সফলতার একটি উদাহরণ। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং এর রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইলিশ পাচার রোধ করা অত্যন্ত জরুরি।
 

আশা করা যায়, বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ইলিশ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।