রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ০১:৫৮ পূর্বাহ্ণ   |   ৩৮ বার পঠিত
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগের রাতে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দুর্বৃত্তরা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে আরও দুইটি ককটেল বিস্ফোরিত হয়।

 

এর মাত্র কিছুক্ষণ পরই রাজধানীর আরও পাঁচ জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ৯টা ২০ মিনিটে বাংলামোটরের এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচেও আরেকটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

 

রাত ৯টা ৪০ মিনিটে গাবতলীতে ব্যাগে ভরা তিনটি ককটেল ছোড়া হয়; এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। রাত ১০টার দিকে মহাখালীর আমতলী এলাকায় সড়কের ওপর আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে মতিঝিল টিএন্ডটি বাসস্ট্যান্ড এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ঘটনাতেই কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

রায়কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি চলছে। সন্দেহজনক কাউকে দেখলেই থামানো হচ্ছে, এমনকি মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের তল্লাশিও জোরদার করা হয়েছে।

 

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে রোববার থেকেই বিজিবির টহল জোরদার রয়েছে।

 

উল্লেখ্য, আগামী সোমবার (১৭ নভেম্বর) জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এ ঘটনায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রাজধানীসহ আশপাশের জেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।