কুষ্টিয়া ভেড়ামারা থানা কম্পাউন্ড থেকে তিনটি মটরসাইকেল চুরি।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ   |   ১২৯ বার পঠিত
কুষ্টিয়া ভেড়ামারা থানা কম্পাউন্ড থেকে তিনটি মটরসাইকেল চুরি।

আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-

 

 

বিগত সরকার পতনের পর থেকেই আইন শৃংখলার অবনতি হয়েছে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়,হত্যা খুন,চুরি ছিনতাই প্রায় প্রতিনিয়তই লেগেই আছে জেলা জুড়ে।

কিছুদিন আগে ২ পুলিশ সদস্য হত্যার ঘটনাও ঘটেছে এই জেলায়,এবার ঘটলো খোদ পুলিশ সদস্যের মটরসাইকেল চুরির ঘটনা। 

কুষ্টিয়া ভেড়ামারায় থানা কম্পাউন্ডর ভিতর থেকে তিনটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। 

গত রাত আনুমানিক ৩:০০ থেকে  ৪:০০ টার দিকে ভেড়ামারা থানা কম্পাউন্ডের ভিতরে থাকা মটরসাইকেল তিনটি চুরি হয়। জানা যায় মটরসাইকেল তিনটি ভেড়ামারা থানায় কর্মরত পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক  আলামিন হোসেন,কনস্টেবল সোহেল রানা ও মাসুদ এর মালিকানাধীন। 

পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য প্রকাশ না করলেও পুলিশের এক সুত্রে জানা যায় ভেড়ামারা থানা কম্পাউন্ডের ভিতরে মটরসাইকেল রেখেই প্রতিদিনের মত দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন।  পরবর্তীতে কাজ সমাপ্ত করে দেখতে পান মটরসাইকেল তিনটি নেই।

উক্ত চুরির ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি  হয় এবং ফেচবুকে ও ভাইরাল হয় এবং সাধারণ জনগন সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোসপ্রকাশ করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরর কোন খবর পাওয়া যায়নি।