শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে ৮৮ তে অলআউট ফলোঅনে নিউজিল্যান্ড

প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৪ অপরাহ্ণ ১১১ বার পঠিত
শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে ৮৮ তে অলআউট ফলোঅনে নিউজিল্যান্ড

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

শ্রীলঙ্কা ব্যাট করে ৫ উইকেটে ৬০২ রান করে। জবাবে কি না প্রথম ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ৮৮ রানে।

শ্রীলঙ্কার ইনিংসে যেখানে সেঞ্চুরি হয়েছে তিনটি, সেখানে নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান ২৯ করেছেন ৯ নম্বরে নামা মিচেল স্যান্টনার। ৬ উইকেট নিয়েছেন প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের লিড ৫১৪ রানের।

 

২ উইকেটে ২২ রান নিয়ে দিন শুরু করা কিউইদের ব্যাট হাতে এমন দুর্দশার মূল কারণ জয়াসুরিয়া। ডেভন কনওয়ে, কেইন উলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস—মূল পাঁচ ব্যাটসম্যানসহ মোট ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সিরিজের প্রথম টেস্টেও দুই ইনিংসে মিলিয়ে জয়াসুরিয়া নিয়েছিলেন ৯ উইকেট। মাত্র ১৬ টেস্টের ক্যারিয়ারের এরই মধ্যে ৯ বার ৫ উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।

 

শ্রীলঙ্কা ফলোঅন করানোয় প্রথম ইনিংসে ৪০ ওভারের মধ্যে অলআউট হয়ে যাওয়া কিউইরা দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নেমেছে। দ্বিতীয় ইনিংসে ৫১৪ রানে টপকে এখন নিউজিল্যান্ডকে টার্গেট দিতে হবে। সেই লক্ষ্যে শুরুটাও অবশ্য ভালো হয়নি।

লাঞ্চে যাওয়ার আগে দুই ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়েছে তারা। শূন্য রানে আউট হয়েছেন টম ল্যাথাম।