ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

প্রকাশকালঃ ১৩ জানুয়ারি ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ ২০৬ বার পঠিত
ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারতীয় এক বিমান জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে বৈরী আবহাওয়ার কারণে মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি অবতরণ করতে বাধ্য হয়। ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কম দৃষ্টিসীমার কারণে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে না পারায়, ভোর ৪টায় ফ্লাইটটি ডাইভার্ট করা হয়। পরে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, বিমানের মধ্যে থাকা যাত্রীদের সকালের নাস্তা দেয়া হয়েছে। তাদের গুয়াহাটিতে ফেরত পাঠানোর জন্য একটি বিকল্প ক্রু ব্যবস্থা করা হচ্ছে। মুম্বাই থেকে গুয়াহাটি যাওয়ার ইন্ডিগো ফ্লাইট ৬ই ৫৩১৯ গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকায় ডাইভার্ট করা হয়। যাত্রীদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। আমরা আন্তরিকভাবে এই অসুবিধার জন্য দুঃখিত।