মুরাদনগরে আগাম শীতকালীন শিম চাষে সাফল্যের মুখে কৃষকরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ   |   ৬১ বার পঠিত
মুরাদনগরে আগাম শীতকালীন শিম চাষে সাফল্যের মুখে কৃষকরা

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের মাজুর গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর মিয়াসহ অনেক কৃষক এবার আগাম জাতের শিম চাষে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূল ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন।
 

সরেজমিনে দেখা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীর মিয়ার শিমক্ষেতে থোকায় থোকায় ঝুলছে সবুজ শিম। রাস্তার পাশে ও জমির প্রায় ১০০টি মাদায় তিনি উচ্চফলনশীল বারি জাতের শিম চাষ করেছেন। প্রতি বছরই তিনি বিভিন্ন জাতের সবজি উৎপাদন করেন। এ মৌসুমে শ্রাবণ মাসের শেষে বা ভাদ্রের শুরুতে আগাম শিমের চাষ শুরু করেন তিনি। গাছের যথাযথ পরিচর্যা ও ইউনিয়ন কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ করায় এবার ভালো ফলনের আশা করছেন তিনি।
 

জাহাঙ্গীর মিয়ার হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে শ্রমিক খরচ, সুতা, কীটনাশক, পানি ও সার বাবদ প্রায় ২০-২২ হাজার টাকা ব্যয় হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এক বিঘা জমির শিম বিক্রি করে এক লাখ টাকার বেশি আয় সম্ভব।
 

একই গ্রামের শিমচাষি নজরুল ইসলাম জানান, তিনি ১০ শতাংশ জমিতে বারি-১ জাতের শিম লাগিয়েছেন। গাছে প্রচুর ফুল এসেছে। সঠিকভাবে পরিচর্যা করলে সপ্তাহে দুইবার প্রায় ৪-৫ মন শিম সংগ্রহ করা যাবে বলে আশা করছেন তিনি।
 

মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খান পাপ্পু বলেন, “এ বছর উপজেলার বিভিন্ন জমি, রাস্তার পাশ ও বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় আগাম জাতের শিম আবাদ হয়েছে। বাজারে সবজির দাম ভালো থাকায় কৃষকেরা আগাম শাকসবজি চাষে ঝুঁকছেন এবং এরই মধ্যে লাভবান হচ্ছেন।”