মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি সার্বিক তত্ত্বাবধানে আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া এলাকায় মাদকবিরোধী অভি্যান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ(৩৭), পিতাঃ গোলাম মোস্তফা, মাতাঃ সখিনা খাতুন, সাং- বনুয়াপাড়া, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনাকে ১০ কেজি গাঁজা ও ০১ টি সিএনজিসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।