ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু জয়ার ‘ফেরেশতে’ দিয়ে
প্রকাশকালঃ
০৯ জানুয়ারি ২০২৪ ০৩:২৪ অপরাহ্ণ ২৬৯ বার পঠিত
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা বেছে নেওয়া হয়েছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’কে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, রিকিতা নন্দিনী, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলীরা।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষেই বিকেলে দেখানো হবে ‘ফেরেশতে’। এর আগে গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। এবারই প্রথম বাংলাদেশের দর্শক সুযোগ পাবেন ‘ফেরেশতে’ দেখার।
‘ফেরেশতে’ সিনেমাটি বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটির গল্পে দেখা যাবে, একজন দরিদ্র নারীর জীবন সংগ্রাম। জয়া আহসান এ সিনেমায় একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন।
উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ৭৪টি দেশের ৮৩টি সিনেমা প্রদর্শিত হবে। এছাড়াও, উৎসবে আন্তর্জাতিক ডকুমেন্টারি চলচ্চিত্র প্রতিযোগিতা, শিশু-কিশোর চলচ্চিত্র প্রতিযোগিতা, এশিয়ান সিনেমা, বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আন্তর্জাতিক লং ফর্ম নাটক, আন্তর্জাতিক শর্ট ফর্ম নাটক, আন্তর্জাতিক তথ্যচিত্র, বাংলাদেশি তথ্যচিত্র, আন্তর্জাতিক এনিমেশন, বাংলাদেশি এনিমেশনসহ বিভিন্ন বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।