ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০২:৫৬ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশে রোম ত্যাগ করেছেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে অধ্যাপক ইউনূস ইতালির রোম ত্যাগ করেন।
 

শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও উপস্থিত ছিলেন।
 

এর আগে, গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোম পৌঁছান।
 

রোমে তার বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়। এই সফরে তিনি ভ্যাটিকানের শীর্ষ নেতা, উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী এবং কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সঙ্গে সাক্ষাৎ করেন।
 

বৈঠকে, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

সূত্র: বাসস