বিশিষ্টজনদের আহ্বান: আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান

প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০৯:৪৯ অপরাহ্ণ ১২১ বার পঠিত
বিশিষ্টজনদের আহ্বান: আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান

ঢাকা প্রেস নিউজ


সিরডাপ মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশের আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্টজনরা দেশের চলমান পরিস্থিতি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার তাগিদ দিয়েছেন।

 

শনিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বর্তমান সময়টাকে খুব একটা ভালো বলে মনে করেননি। তিনি বলেন, "গত ৫০ বছর যারা বাংলাদেশকে ভালোবেসে লড়াই করে গেছেন, তারা কোনো সংকটে ভয় পায় না। কাজেই এই আঘাত থাকবে না।"
 

সম্প্রীতির বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার সহিংসতার বিরোধিতা করে বলেন, "আমরা কোনোভাবে সহিংসতা চাই না। কোটা আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সমাধান আলাপ-আলোচনার মাধ্যমে হওয়া উচিত।"
 

সভায় আরও উপস্থিত ছিলেন সম্প্রীতির বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসু দেব ধর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে বুদ্ধানন্দ মহাথেরো, খ্রিস্টান ধর্মযাজক রেভারেন্ড মার্টিন অধিকারী, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইউসুফ রাজ, বঙ্গবন্ধু গবেষক মেজর (অব.) আফিজুর রহমানসহ অনেকে।