হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম। বর্তমানে কেজি প্রতি দেশি আলু ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে।
 

পেঁয়াজ ও আলুর দাম কমলেও চাল, তেল ও মসলার বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
 

বুধবার (২২ জানুয়ারি) সকালে হিলি বাজার পরিদর্শন করে এই তথ্য পাওয়া যায়।
 

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, "দেশি আলু ও পেঁয়াজ বাজারে উঠতে শুরু করার কারণে দাম কমতে শুরু করেছে। এর ফলে ক্রেতাদের জন্য দাম এখন আরও নাগালের মধ্যে এসেছে এবং বিক্রি বেড়েছে। ক্রেতারা এখন সহজেই আলু ও পেঁয়াজ কিনতে পারছেন। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।"
 

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে ভারতীয় ১৩টি ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।