খুলনায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত

প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ ৪৮৭ বার পঠিত
খুলনায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (খুলনা):-



খুলনা নগরীর দৌলতপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নিহত হয়েছেন।
 

সোমবার (৪ অক্টোবর) সকালে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এই ঘটনা ঘটে। নিহত রূপমের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
 

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। তার মতে, সকালে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে রূপমকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রূপমের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে একাধিক মাদক মামলা রয়েছে। ২০১৪ সালে দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে এবং ২০২২ সালে দৌলতপুর থেকে তাকে মাদকসহ আটক করা হয়েছিল।
 

নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। পুলিশ ঘটনার তদন্ত করছে।