বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:-
জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, "আমি অন্যায় করি না এবং কাউকে অন্যায় করতে দেব না।"
মঙ্গলবার পটুয়াখালীর বাউফলের ধানদী কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "আমাদের তরুণ সমাজ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাহলে আমরা কেন সমাজের দুর্নীতিবাজ, সুদখোর ও ঘুষখোরদের প্রতিহত করতে জীবন দিতে পারব না? আমি অন্যায়কে প্রশ্রয় দেই না এবং অন্যায়কারীদেরও সমর্থন করি না।"
ড. শফিকুল ইসলাম আরও বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর থেকে জনপ্রতিনিধিরা জনগণের জন্য কিছু করার পরিবর্তে নিজেদের স্বার্থই বেশি দেখেছে। তারা শুধু মানুষের অধিকারই কেড়ে নেয়নি, বরং আল্লাহর হকও নষ্ট করেছে। আমরা চাই, বাউফলের ইমাম একজন আল্লাহভীরু ব্যক্তি হোন, যিনি মসজিদের ইমাম ও জানাজার নামাজের ইমাম হওয়ার পাশাপাশি সমাজেরও পথপ্রদর্শক হবেন।"
তিনি আরও বলেন, "রাসুলে করিম (সা.)-এর আগমনের মধ্য দিয়ে শেষ জামানা শুরু হয়েছে। তাই আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের ভিত্তিকে অগ্রাধিকার দিতে হবে। একমাত্র আল কুরআনই হলো পরিপূর্ণ জীবনবিধান।"
ধানদী শিশু সদন নূরানি ও হাফেজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জৈনপুরী গদিনশিন পীর আলহাজ্ব হযরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী। এছাড়াও মাহফিলে মুফাসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়েখ জামাল উদ্দিন, জৈনপুরী পীর হযরত মাওলানা নাবিল আহমাদ সিদ্দিকী, জৈনপুরী পীর হযরত মাওলানা আহমদ হামজা সিদ্দিকী এবং তাফসিরকারক হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন উপস্থিত থেকে তাফসির পেশ করেন।