বিএনপির নেতা আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যোগদান

প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ ০ বার পঠিত
বিএনপির নেতা আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যোগদান

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব পাপ্পু আহমেদ এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।

 


সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় নগরীর মন্ডলপাড়া পুল থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করে,এর আগে সকালে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাসিক ২২নং ওয়ার্ডের শিশু নিকেতন স্কুল সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে।

পরে সেখান থেকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব পাপ্পু আহমেদ এর নেতৃত্বে মিছিল নিয়ে বন্দর ঘাটে নৌকা যোগে নেমে পুনরায় মিছিল নিয়ে নগরীর মন্ডলপাড়া পুল এলাকায় মহানগর বিএনপির র‌্যালীতে আনন্দ মিছিল যোগদান করে।
এসময় নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিতে থাকে। পরে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে বিজয় র‌্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া বিজয় স্তম্ভ হয়ে মিশন পাড়া, মেট্রো হল হয়ে কালিবাজার গিয়ে র‌্যালী শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকত, মাসুদ রানা রনি, ইমরান, সদস্য সুমন মুন্সি, রিয়াদ, বাবুল, নান্টু, শাহ আলম, ফয়সাল, আশরাফুল, সুজন, রাসেল, কামাল, নাছির, ইমন, বাপ্পী, দেলোয়ার হোসেন, রাজু, শ্রমিক দল নেতা আনোয়ার মোল্লা, স্বপন, সাগর, জাহাঙ্গীর মৃর্ধা, কবির, আল আমিন, জসিম, রানা প্রমূখ।