রিমুভার ছাড়া নেলপলিশ তোলার ঘরোয়া উপায়

প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ০১:৪০ অপরাহ্ণ ৪৩০ বার পঠিত
রিমুভার ছাড়া নেলপলিশ তোলার ঘরোয়া উপায়

গুছিয়ে সেজেগুজে থাকতে ভালোবাসেন নারীরা। চোখ, ঠোঁট, চুল থেকে শুরু করে নখ মনের মতো রং দিয়ে সাজান অনেকে। তবে মুখ, চোখের সাজ চট করে তুলে ফেলা গেলেও নখের রং তুলতে গেলে ঘটে বিপত্তি। তখন প্রয়োজন হয় রিমুভারের। তবে রিমুভার বেশি ব্যবহার করলে নখে হলদে ছোপ পড়ে যায়। নখের স্বাস্থ্যও খারাপ হতে থাকে। চাইলে কিন্তু সহজেই ঘরে থাকা নানা উপায়ে নেইলপলিশ তোলা যায়।

 

অ্যাপেল সিডার ভিনিগার
পানি সামান্য গরম করে এতে কয়েক ফোঁটা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। এই পানিতে নখ ডুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর লেবুর দিয়ে ভালো করে ঘষে নিন। নেইলপলিশ উঠে গেলে দুই হাতে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে নখ ও নখের চারপাশের ত্বক ভালো থাকবে।

 

লেবুর রস
হালকা গরম পানিতে অর্ধেক পাতিলেবুর রসের সঙ্গে তরল সাবান মিশিয়ে নিন। তিন থেকে পাঁচ মিনিট এই পানিতে হাত ডুবিয়ে বসে থাকুন। এরপর লেবুর খোসা দিয়ে আলতো করে নখের ওপর ঘষে নিন। যত গাঢ় রঙই হোক উঠে যাবে।

 

আলু খোসা
শুনতে অবাক লাগলেও আলুর খোসা কিন্তু আপনার নখের রং তুলতে সাহায্য করে। সেদ্ধ আলুর খোসার সঙ্গে লেবু ও চিনি রস মিশিয়ে নখে ঘষে নিন। দেখবেন ধীরে ধীরে রং উঠে যাচ্ছে।