গতকাল রোববার ঢাকার শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন হওয়ার পর আজ সোমবার সূচকের মিশ্র অবস্থা দেখা যাচ্ছে। আজ বিমা কোম্পানির শেয়ারের দাম কমেছে। সে কারণে দিনের প্রথম আড়াই ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
দিনের প্রথম আড়াই ঘণ্টায় তিনটি সূচকের মধ্যে দুটি সূচক ছিল নেতিবাচক ধারায়।
বিমা ও প্রকৌশল খাতের ওপর ভর করে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়, যার পরিমাণ ছিল ১ হাজার ১৭৫ কোটি টাকা। চলতি বছরের পাশাপাশি গত সাড়ে ছয় মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের সব ধরনের মোটরযানের জন্য বিমা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। তাতে গত সপ্তাহ থেকেই শেয়ারবাজারে বিমা কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
গতকাল বিমার দরবৃদ্ধির কারণে লেনদেনেও ঊর্ধ্বগতি ছিল। ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল বিমা খাতের। কিন্তু আজ সেই বিমা কোম্পানির শেয়ারের দরপতন হওয়ার কারণে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
আজ দিনের প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইর তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের পতন হয়েছে। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইএক্স সূচক কমেছে ২ দশমিক শূন্য ৮ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৭ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে ১ দশমিক ৫৬ পয়েন্ট।
তবে দিনের প্রথম আড়াই ঘণ্টায় তথ্যপ্রযুক্তি, বিবিধ ও পেপার প্রিন্টিং খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। এই সময়ে লেনদেন হয়েছে ৭৮৯ কোটি টাকার।
লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো, বিপিএমএল, এলএইচবিএল, সানলাইফ ইনস্যুরেন্স ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।