রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ ক্যাম্পের সন্ধান

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ ০ বার পঠিত
রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ ক্যাম্পের সন্ধান

ঢাকা প্রেস,রাঙামাটি প্রতিনিধি:-

 

সেনাবাহিনী রাঙামাটির বন্দুকভাঙা রেঞ্জে দুটি ইউপিডিএফ (মূল) ক্যাম্পের সন্ধান পেয়েছে।
 

আইএসপিআর-এর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) রাঙামাটি রিজিয়নের পরিচালিত বিশেষ অভিযানে বন্দুকভাঙা রেঞ্জের পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুটি প্রশিক্ষণ ক্যাম্প শনাক্ত করা হয়।
 

সেনাবাহিনীর অভিযানের মুখে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
 

আইএসপিআর আরও জানায়, পাগলিছড়ি এলাকার পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রথম ক্যাম্পটি একটি প্রশস্ত জায়গাজুড়ে বিস্তৃত, যেখানে প্রশিক্ষণ মাঠ, বাসস্থান, চলাচলের রাস্তা ও পর্যবেক্ষণ চৌকি রয়েছে।
 

এছাড়া, যমচুক এলাকায় পাওয়া দ্বিতীয় ক্যাম্পে খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী থাকার ব্যবস্থা ছিল, যা সন্ত্রাসীদের নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিরোধে সহায়ক হিসেবে তৈরি করা হয়েছিল।
 

আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।