৬ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা
প্রকাশকালঃ
২৩ জানুয়ারি ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ ১৮৮ বার পঠিত
আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা। ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে কিয়ান হিলটন ১১২ বলে ৯০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটে ২৩৬ রান করে জয় পায় বাংলাদেশ। আহরার আমিন ৬৩ বলে ৪৫ ও শিহাব জেমস ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে আয়ারল্যান্ড। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
এই জয়ের ফলে আগামী ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতলেই সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।