জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায়, মাগরিব নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা বসছে।
সভায় ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার বিষয়ে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখার সংবাদ ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানানো যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।