মুরাদনগরে সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৫ ০৩:২৩ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
মুরাদনগরে সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ

আবুল কালাম আজাদ (কুমিল্লা প্রতিনিধি):-

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটাংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. হাসিবুল হামীম তাওহীদ (১৩) নিখোঁজ হয়েছে। গত বুধবার বিকেলে মেটাংঘর বাস টার্মিনাল এলাকা থেকে সে হঠাৎ নিখোঁজ হয়।

 

নিখোঁজ তাওহীদ মেটাংঘর গ্রামের বিল্লাল হোসেন রাজুর ছেলে। ঘটনার সময় তার পরনে ছিল হাফহাতা টি-শার্ট ও হাফ প্যান্ট। তার উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল এবং মুখমণ্ডল গোলাকার।

 

এ ঘটনায় শিশুটির পিতা বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০১) করেছেন, যার তারিখ বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।

 

যদি কেউ তাওহীদের সন্ধান পান, তবে অনুগ্রহ করে ০১৯৫৬১০১৭৬২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।